VLSM করার আগে এটি কেন করবো তা জানতে হবে। তার আগে সাবনেটিং সম্পর্কে ধারনা নিতে হবে। পাওয়া যাবে এখানে। VLSM শুরু করা আগে একটা সমস্যা নিয়ে আলোচনা করা যাকঃ
ধরা যাক, XYZ নামের একটি প্রতিষ্ঠান আছে। যার আইপি অ্যাড্রেস 172.17.0.0/23। এর A,B,C,D,E,F নামের সাতটি ডিপার্টমেন্ট আছে প্রতিটি ডিপার্টমেন্ট নিন্মোক্ত সংখ্যক আইপি লাগবে।VLSM এর এজন্য সাবনেটিং অবশ্যই জানতে হবে।
সমাধানঃ দেওয়া আছে আইপি 172.17.0.0/23
ধরা যাক, XYZ নামের একটি প্রতিষ্ঠান আছে। যার আইপি অ্যাড্রেস 172.17.0.0/23। এর A,B,C,D,E,F নামের সাতটি ডিপার্টমেন্ট আছে প্রতিটি ডিপার্টমেন্ট নিন্মোক্ত সংখ্যক আইপি লাগবে।VLSM এর এজন্য সাবনেটিং অবশ্যই জানতে হবে।
A= 120
B= 100
C= 60
D= 2
E= 2
F= 2
সমাধানঃ দেওয়া আছে আইপি 172.17.0.0/23
এর
সাবনেট মাস্কঃ 255.255.254.0
ব্লক সাইজ-
তৃতীয় অক্টেটঃ 256-254 = 2
চতুর্থ
অক্টেটঃ 256-0 =
256
এখান
থেকে মোট নেটওয়ার্ক উৎপন্ন করা যাবেঃ ১২৮
টি
হোস্ট উৎপন্ন করা যাবেঃ ৫১২ টি
Subnet
|
0.0
|
2.0
|
4.0
|
6.0
|
8.0
|
………….
|
127.0
|
Broad Cast
|
1.255
|
3.255
|
5.255
|
7.255
|
9.255
|
………….
|
255.255
|
Host Min
|
0.1
|
2.1
|
4.1
|
6.1
|
8.1
|
……………
|
127.1
|
Host Max
|
1.254
|
3.254
|
5.254
|
7.254
|
9.254
|
……………
|
255.254
|
ব্রড
কাস্ট এবং হোস্টের জন্য ২ টি আইপি চলে যাওয়ার পর বর্তমানে প্রতিটি সাবনেটে আইপি
আছে ৫১০ টি। আমরা চাইলে ১২৮ টি সাবনেটের
মধ্য থেকে ৬ টি সাবনেট ৬ টি ডিপার্টমেন্ট কে দিয়ে দিতে পারি। কিন্তু এতে
আমাদের আইপির অপচয় হবে। কারন, প্রতিটি সাবনেটে ব্যাবহার উপযোগী আইপি
আছে ৫১০ টি। তাহলে ছয়টি সাবনেটের জন্য খরচ হবে (৫১০X৬) বা ৩০৬০ টি কিন্তু প্রকৃত অর্থে আমাদের আইপি কাজে লাগবে
মাত্র (১২০+১০০+৬০+২+২+২) = ২৮৪ টি। বাকি
(৩০৬০- ২৮৪) বা ২৭৭৬ টি আইপি আমাদের নষ্ট
হবে। কিন্তু আমরা চাইলেই এই ২৮৪ টি আইপি একটা সাবনেট দিয়ে কাভার করে ফেলতে পারি,কারন প্রতিটি সাবনেটে অলরেডি ৫১০ টি
আইপি আছেই। এটা যে পদ্ধতিতে করা তাই হল, VLSM বা ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক।
অথ্যাত, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সাবনেট
তৈরী করতে পারি।
এখন
আমরা প্রয়োজন মত প্রথম সাবনেটটি থেকে আমাদের নেটওয়ার্কগুলো তৈরী করে ফেলিঃ
A ডিপার্টমেন্টে আইপি দরকার ১২০ টি। ১২০ টি আইপির
জন্য দরকার কমপক্ষে ৭ টি হোস্ট বিট। কারন, 2^7=128।
৭টি
হোস্ট বিট নিয়ে সাবনেট মাস্ক হয়ঃ 11111111.11111111.11111111.1000000
ডেসিমেল
করলে হয়ঃ 255.255.255.128
ব্লক
সাইজঃ 256-255 =
1
ব্লক
সাইজঃ 256-128 = 128
মুল
আইপির প্রথম সাবনেট থেকে 128 ব্লক সাইজ নিয়ে ৪ টি
নেটওয়ার্ক বানানো যাবঃ
Subnet
|
0.0
|
0.128
|
1.0
|
1.128
|
Broad Cast
|
0.127
|
0.255
|
1.127
|
1.255
|
Host Min
|
0.1
|
0.129
|
1.1
|
1.129
|
Host Max
|
0.126
|
0.254
|
1.126
|
1.254
|
এখানে
দেখা যাচ্ছে যে,
0.0
সাবনেটে মোট হোস্ট আইপি আছে 128 টি। এটি চাইলে আমরা A দিয়ে দিতে পারি। তাহলে আইপি খরছ আগে চেয়ে অনেক কমে গেছে।
তাহলে
A ডিপার্টমেন্টঃ
Subnet
|
172.17.0.0
|
Broad Cast
|
172.17.0.127
|
Host Range
|
172.17.0.1 ------ 172.17.0.126
|
Mask
|
/25
|
Needed Size
|
120
|
Allocated Size
|
126
|
একই
ভাবে আমরা 0.128 সাবনেটটি B কে দিয়ে দিতে পারিঃ
B ডিপার্টমেন্টঃ
Subnet
|
172.17.0.128
|
Broad Cast
|
172.17.0.255
|
Host Range
|
172.17.0.129 ------ 172.17.0.254
|
Mask
|
/25
|
Needed Size
|
100
|
Allocated Size
|
126
|
মুল আইপির প্রথম সাবনেটটি আমরা A এবং B ভাগ করে দিয়ে দিয়েছি। যেখানে এখন পর্যন্ত মোট আইপি খরচ হয়েছে ২৫৬ টি। কিন্তু এখনো আমাদের হাতে আরো ২৫৬
টি আইপি আছে (সাবনেট 1.0 এবং 1.128) ওগুলো দিয়েই বাকিগুলো কাভার
করা যাবে।
C ডিপার্টমেন্ট এর জন্য আইপি দরকার- 60
60 টি হোস্ট আইপির জন্য হোস্ট বিট লাগবে
কমপক্ষেঃ 6 টি (2^6= 64)
৬
টি হোস্ট বিট নিয়ে সাবনেট মাস্ক হবেঃ 11111111.11111111.11111111.11000000
ডেসিমেল
ফর্মঃ 255.255.255.192
ব্লক
সাইজঃ
চতুর্থ
অক্টেটঃ 256-192
= 64
64
ব্লক সাইজ নিয়ে 1.0 সাবনেট থেকে মোট সাবনেট উৎপন্ন করা যাবে 2 টি
প্রতিটি
সাবনেটে হোস্ট আইপি পাওয়া যাবেঃ ৬৪ টি
Subnet
|
1.0
|
1.64
|
Broad Cast
|
1.63
|
1.127
|
Host Min
|
1.1
|
1.65
|
Host Max
|
1.62
|
1.126
|
তাহলে
C ডিপার্টমেন্টকে 1.0 সাবনেটটি দিয়ে দেবো।
Subnet
|
172.17.1.0
|
Broad Cast
|
172.17.1.63
|
Host Range
|
172.17.1.1 ------ 172.17.1.62
|
Mask
|
/26
|
Needed Size
|
60
|
Allocated Size
|
62
|
E ডিপার্টমেন্টে লাগবে মাত্র ২ টি। ২ টি
আইপির জন্য নুন্যতম হোস্ট বিট লাগবে 2 টি (2^2 = 4)
২
টি হোস্ট বিট নিয়ে সাবনেট মাস্ক হয়ঃ 11111111.11111111.11111111.11111100
বা-
255.255.255.252
ব্লক
সাইজঃ 256-252 = 4
এখান
থেকে মোট নেটওয়ার্ক করা যাবে- 16 টি প্রতিটি সাবনেটে 4 টি হোস্ট বিট নিয়ে
Subnet
|
1.64
|
1.68
|
1.72
|
1.76
|
Broad Cast
|
1.67
|
1.71
|
1.75
|
1.79
|
Host Min
|
1.65
|
1.69
|
1.73
|
1.77
|
Host Max
|
1.66
|
1.70
|
1.74
|
1.78
|
তাহলে
D ডিপার্টমেন্ট এর জন্যঃ
Subnet
|
172.17.1.64
|
Broad Cast
|
172.17.1.67
|
Host Range
|
172.17.1.65 ------ 172.17.1.66
|
Mask
|
/30
|
Needed Size
|
2
|
Allocated Size
|
2
|
E ডিপার্টমেন্ট এর জন্যঃ
Subnet
|
172.17.1.68
|
Broad Cast
|
172.17.1.71
|
Host Range
|
172.17.1.69 ------ 172.17.1.70
|
Mask
|
/30
|
Needed Size
|
2
|
Allocated Size
|
2
|
F ডিপার্টমেন্ট এর জন্যঃ
Subnet
|
172.17.1.72
|
Broad Cast
|
172.17.1.75
|
Host Range
|
172.17.1.73 ------ 172.17.1.74
|
Mask
|
/30
|
Needed Size
|
2
|
Allocated Size
|
2
|
পুরো ব্যাপারটা এক দৃষ্টিতে দেখলে এমন দেখাবেঃ
সবগুলো ডিপার্টমেন্ট কে কাভার করতে আমাদের আইপি খরছ হয়েছে মোট ৩৩২ টি (১২৮+১২৮+৬৪+৪+৪+৪) যেখানে আমাদের প্রয়োজন হতো ৩০৬০ টি। আইপি খরছ অনেক কমে গেছে তাই নয় কি?
No comments:
Post a Comment