একটা ক্লাসের ভিতর এক বা একাধিক থাকলেই তাকে নেস্টেড ক্লাস বলে। সাধারনত একই ধরনের সবগুলো ক্লাসকে একটি ক্লাসের আন্ডারে নিয়ে আসার জন্য এই কাজটা করা হয়। যেমন একটা ইউনিভার্সিটির Student, Department, Faculty আমরা একটা ক্লাস University এর আন্ডারে নিয়ে আসতে পারি। নীচের প্রোগ্রামটি খেয়াল করো-
এখানে একটা ইউনিভার্সিটির জন্য লেখা সকল ক্লাসকে আলাদা আলাদা না লিখে একটা ক্লাসে লিখে ফেললাম। Inner ক্লাসের অব্জেক্ট তৈরী করতে হলে একটু ভিন্ন পন্থা অবলম্বন করতে হয়। Inner ক্লাসের রেফারেন্স Outer ক্লাসের রেফারেন্সের মাধ্যমে পাওয়া যায় আর Inner ক্লাসের কন্সট্রাক্টর আউটার ক্লাসের অব্জেক্ট এর মাধ্যমে পাওয়া যায়।
নীচের প্রোগ্রামটিতে University ক্লাসটির জন্য অব্জেক্ট তৈরী করা হয়েছে-
আবার আমরা না চাইলে অব্জেক্ট তৈরী করা ছাড়াও এসব ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে Inner ক্লাসগুলোকে Static করে দিলেই কাজ শেষ।
দেখা যাচ্ছে শুধুমাত্র University দিয়ে তার সকল ডাটা আমি অ্যাক্সেস করতে পারছি। জিনিসটা অনেক সাজানো দেখাচ্ছে তাইনা? এভাবে অনেকগুলো ক্লাসকে একটা ক্লাসের আন্ডারে এনে সুন্দরভাবে অর্গানাইজ করা যায়।
সুবিধাসমুহঃ
১। ক্লাসগুলোকে গ্রুপিং করা যায়
২। যেহেতু ইনার ক্লাস থেকে আউটার ক্লাসের প্রাইভেট ফিল্ডগুলো অ্যাক্সেস করা যায় সেহেতু ইনক্যপসুলেশন আরো কার্যকরীভাবে অ্যাপ্লাই করা যায় ।
৩। নেস্টেড ক্লাসগুলো পড়ার উপযোগী এবং মেনেজ করা সহজ।
public class University {
public class Student{
String studentName;
int studentAge;
String studentId;
}
public class Department{
String departmentName;
String departmentCode;
}
public class Faculty{
String facultyName;
String facultyId;
}
public class Staff{
String staffName;
String staffId;
}
}
এখানে একটা ইউনিভার্সিটির জন্য লেখা সকল ক্লাসকে আলাদা আলাদা না লিখে একটা ক্লাসে লিখে ফেললাম। Inner ক্লাসের অব্জেক্ট তৈরী করতে হলে একটু ভিন্ন পন্থা অবলম্বন করতে হয়। Inner ক্লাসের রেফারেন্স Outer ক্লাসের রেফারেন্সের মাধ্যমে পাওয়া যায় আর Inner ক্লাসের কন্সট্রাক্টর আউটার ক্লাসের অব্জেক্ট এর মাধ্যমে পাওয়া যায়।
OuterClassReference.InnerClassReference object_name = OuterClassObject.new InnerClass Constructor
নীচের প্রোগ্রামটিতে University ক্লাসটির জন্য অব্জেক্ট তৈরী করা হয়েছে-
public class MainClass {
public static void main(String[] args) {
University university_ob = new University();
University.Student student_ob = university_ob.new Student(); //creating student object
University.Department department_ob = university_ob.new Department(); //creating department object
University.Faculty faculty_ob = university_ob.new Faculty(); //creating faculty object
University.Staff staff_ob = university_ob.new Staff(); //creating staff object
}
}
আবার আমরা না চাইলে অব্জেক্ট তৈরী করা ছাড়াও এসব ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে Inner ক্লাসগুলোকে Static করে দিলেই কাজ শেষ।
public class University {
public static class Student{
static String studentName;
static int studentAge;
static String studentId;
}
public static class Department{
static String departmentName;
static String departmentCode;
}
public static class Faculty{
static String facultyName;
static String facultyId;
}
public static class Staff{
String staffName;
String staffId;
}
}
public class MainClass {
public static void main(String[] args) {
University university_ob = new University();
University.Student.studentName = "Rakib";
University.Department.departmentName = "CSE";
University.Faculty.facultyName = "Prf. xyz";
}
}
দেখা যাচ্ছে শুধুমাত্র University দিয়ে তার সকল ডাটা আমি অ্যাক্সেস করতে পারছি। জিনিসটা অনেক সাজানো দেখাচ্ছে তাইনা? এভাবে অনেকগুলো ক্লাসকে একটা ক্লাসের আন্ডারে এনে সুন্দরভাবে অর্গানাইজ করা যায়।
সুবিধাসমুহঃ
১। ক্লাসগুলোকে গ্রুপিং করা যায়
২। যেহেতু ইনার ক্লাস থেকে আউটার ক্লাসের প্রাইভেট ফিল্ডগুলো অ্যাক্সেস করা যায় সেহেতু ইনক্যপসুলেশন আরো কার্যকরীভাবে অ্যাপ্লাই করা যায় ।
৩। নেস্টেড ক্লাসগুলো পড়ার উপযোগী এবং মেনেজ করা সহজ।
No comments:
Post a Comment