এর আগে আমরা যে লিংক লিস্ট নিয়ে কাজ করেছি সেখানে শুধু একদিক থেকে যাওয়া যায়। দুই দিক থেকে যাওয়া যায়না। যেমন ধরো, আমি ১০ থেকে শুরু করে লিস্টের ৫০ পর্যন্ত গেলাম। আবার ৫০ থেক শুরু করে যদি ১০ পর্যন্ত আসতে চাই তাহলে সিংগ লিংক লিস্টে সেটা সম্ভব না।
অথ্যাৎ, দ্বিমুখী না। দ্বিমুখী না হওয়ার কারন একটাই কারন আমরা প্রতিটা নোডে শুধু নেক্সট নোডেরই অ্যাড্রেস রাখি, এর আগে যে থাকবে সে অ্যাড্রেসটা ধরে রাখিনা। ডবলি লিংক লিস্ট এমন ধরনের লিংক লিস্ট যেখানে প্রতিটা নোড একইসাথে নেক্সট জনের অ্যাড্রেস ধরে রাখে এবং প্রিভিয়াস জনের অ্যাড্রেসও ধরে রাখে। চিত্রে প্রথমটা সিংগলি লিঙ্ক লিস্ট পরেরটি ডাবলি লিঙ্ক লিস্ট। ডবলি লিঙ্ক লিস্টে আমরা দুই দিক থেকেই আসা যাওয়া করতে পারবো।
ইমপ্লিমেন্টেশনঃ ইমপ্লিমেন্টেশন আগের মতই শুধু নোড তৈরী করার সময় Previous নোড রাখার জন্য একটা এক্সট্রা পয়েন্টার রাখতে হবে একইভাবে ডেটা ইন্সার্ট করার সময় Next Node এর পাশাপাশি Previous Node কে হবে তা নির্দিষ্ট করে দিতে হবে। বাকি সব আগের মতই। আমরা লিংক লিস্টের কোডটাই মডিফাই করে ডবলি লিংক লিস্ট আকারে লিখতে পারি-
void inserEnd(int value)
{
if(sefuda == NULL)
{
person = (node*)malloc(sizeof(node));
person->data = value;
person->prev = NULL;
person->next = NULL;
sefuda = person;
current = sefuda;
}
else
{
person->next = (node*)malloc(sizeof(node));
person = person->next;
person->data = value;
person->prev = current;
person->next = NULL;
current = person;
}
}
No comments:
Post a Comment